হঠাৎ বৃষ্টির পূর্বাভাস

সংগৃহীত ছবি

হঠাৎ বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। সেইসঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে।

বৃষ্টির পূর্বাভাসের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, মধ্যে বঙ্গোপসাগরে একটি বায়ুর ঘূর্ণন সৃষ্টি হয়েছে যেটাকে এখনই লঘুচাপ বলা যাবে না। এ কারণে আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এর ফলে আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।
 news24bd.tv/আলী