গাকপোর ইতিহাসে এগিয়ে নেদারল্যান্ডস
গাকপোর ইতিহাসে এগিয়ে নেদারল্যান্ডস

গাকপোর ইতিহাসে এগিয়ে নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক

নেদারল্যান্ডসের হয়ে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই গোলের দেখা পান কোডি গাকপো। তিনি গোল পেলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও। আজ মঙ্গলবার স্বাগতিক কাতারের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে গাকপোর করা গোলেই এগিয়ে থেকে বিরতিতে গেছে নেদারল্যান্ডস। ২৬ মিনিটে গোলটি করেন গাকপো।

নেদারল্যান্ডসকে এগিয়ে নেওয়ার পথে ইতিহাসও গড়েছেন গাকপো। বিশ্বকাপে চতুর্থ ডাচ ফুটবলার হিসেবে তিনি আজ গড়লেন টানা তিন ম্যাচে গোল করার রেকর্ড। এর আগে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করার রেকর্ড ছিল ইয়োহান নেসকেন্স, ডেনিশ বার্গক্যাম্প এবং ওয়েসলি স্নেইডারের।

কাতারের বিপক্ষে ২৬তম মিনিটে দলগত আক্রমণ থেকে গোলটি করেন কোডি গাকপো।

বল দখলে রেখে ধারাবাহিক আক্রমণের এক পর্যায়ে ড্যাভি ক্লাসেনের বাড়ানো বল থেকে কাতারের জালে বল পাঠান তিনি। ডাচরা বল দখলে আধিপত্য দেখালেও, কাতার পাল্টা আক্রমণে ভয় ধরাচ্ছিল মাঝেমধ্যে। দলটি লক্ষ্যে দুটি শটও রাখে। তবে গোল পাওয়া হয়নি স্বাগতিকদের।

news24bd.tv/সাব্বির