জঙ্গিসহ বড় অপরাধের আসামি স্থানান্তরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

জঙ্গিসহ বড় অপরাধের আসামি স্থানান্তরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 

অনলাইন ডেস্ক

জঙ্গিসহ বড় অপরাধে গ্রেপ্তার থাকা আসামিদের স্থানান্তরের সময় সর্বোচ্চ সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান, আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গাফিলতি ও যোগসাজশে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। অন্যদিকে, এ ঘটনার মামলায় এক জঙ্গীর আত্মসমর্পণকে ইতিবাচক চোখে দেখছেন বিশেষজ্ঞরা।  

আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা পেরিয়েছে ১০ দিন।

এর মধ্যে গ্রেফতার হয়েছে একজন আর আত্মসমর্পণ করেছে আরেক জঙ্গি। ঘটনার তদন্তে কমিটি গঠন হয়েছে দুটি। তবে এখনও এর কুলকিনারা মেলেনি।  

মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় প্রশাসনের দুর্বলতা স্পষ্ট। কিন্তু এই দুর্বলতা কেউ সৃষ্টি করেছে কিনা তা কঠোরভাবেই দেখা হবে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়াউর রহমান বলেন, ‘জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনীর ভেতরে কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ’
news24bd.tv/ইস্রাফিল