টয়োটার গাড়ি উৎপাদন বেড়েছে ২৩ শতাংশ

সংগৃহীত ছবি

টয়োটার গাড়ি উৎপাদন বেড়েছে ২৩ শতাংশ

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী গাড়ি উৎপাদন ঊর্ধ্বমুখী রয়েছে টয়োটার। অক্টোবরে জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটির উৎপাদন গত বছরের একই সময়ের চেয়ে ২৩ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা তিন মাস ধরে সংস্থাটির গাড়ি উৎপাদন লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চিপ ঘাটতির কারণে পুরো অটো শিল্প উৎপাদনে কাটছাঁট করতে বাধ্য হচ্ছে।

টয়োটাও কয়েকবার উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়েছে। এখন উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে সংখ্যার হিসাবে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

অক্টোবরে বিশ্বজুড়ে ৭ লাখ ৭১ হাজার ৩৮২ ইউনিট গাড়ি উৎপাদন করেছে টয়োটা। যেখানে সংস্থাটির উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৭ লাখ ৫০ হাজার ইউনিট।

তবে এ সংখ্যা সেপ্টেম্বরে উৎপাদিত হওয়া ৮ লাখ ৮৭ হাজার ইউনিটের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।

চীনে নতুন করে কভিডজনিত লকডাউন আরোপ করায় সরবরাহ ব্যবস্থায় বাধার সম্মুখীন হচ্ছে টয়োটা। সম্প্রতি সংস্থাটি জানিয়েছে, লকডাউনের কারণে চীনে কিছু কার্যক্রম সীমিত করা হচ্ছে। এ মাসের শুরুর দিকেও সংস্থাটি বার্ষিক গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়েছে। সংস্থাটি ক্রমবর্ধমান খরচ ও চিপ ঘাটতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে।

২০২৩ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে ৯২ লাখ যানবাহন উৎপাদন করতে চায় টয়োটা। এ সংখ্যা আগের ৯৭ লাখ ইউনিট পূর্বাভাসের চেয়ে কম। তবে তা গত অর্থবছরে ৮৬ লাখ ইউনিটের চেয়ে বেশি।

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক