এসএসসি পরীক্ষায় সাফল্য সুনামগঞ্জের হাওরপাড়ের শিক্ষার্থীদের

মো. বুরহান উদ্দিন, সুনামগঞ্জ

এসএসসি পরীক্ষা সামনে রেখেই দু'দফা স্মরণকালের বন্যায় নিঃস্ব হয়ে যায় সুনামগঞ্জের হাজারো পরিবার। প্রবল বন্যায় তাদের জীবন-জীবিকার অবলম্বন যেমন হারায়, তেমনই শিক্ষার্থীরা হারায় তাদের পড়াশোনার সব উপকরণ। সবকিছু হারানোর পরও এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য এনে দেয় হাওরপাড়ের শিক্ষার্থীদের অদম্য ইচ্ছাশক্তি।

বাবা নুরুল আমিন ফুটপাতে বসে সবজি বিক্রি করেন।

আর ফলাফল জানতে স্কুলে গেছে মেয়ে স্বর্ণালী আক্তার রীমা। কয়েকঘণ্টা লাইনে দাঁড়িয়ে পাঁচ কেজি চাল হাতে নিয়ে বাড়িতে ফিরে মা পিয়ারা খানম যখন শুনলেন, মেয়ে জিপিএ-৫ পেয়েছে। তখন মায়ের চোখে আর বাঁধ মানে না।

চলতি বছরের এপ্রিলে প্রথম দফা বন্যায় দরিদ্র এ পরিবারটি এখন নিঃস্ব।

মাসের ব্যবধানে প্রবল স্রোতের তোড়ে ঘরের চাল ছাড়া কিছুই টিকে নি। বানের জলে সবগুলো বই-খাতা ভেসে যায় মেয়েটির। নতুন বইয়ের ব্যবস্থা করতে নানা জনের কাছে গেছেন মা, কিন্তু পারেন নি। পরে স্থানীয় এক গণমাধ্যমকর্মীর সহায়তায় বই কিনে মাত্র একমাস পড়েই পরীক্ষা দেয় মেয়েটি।  

রীমার মা পিয়ারা খানম বলেন, সব প্রতিকূলতার মধ্যেই এগিয়ে যেতে চায় অদম্য মেধাবী রীমা।  

এবারের এসএসসি পরীক্ষায় রীমার মত অনেকেই লিখেছেন সফলতার নতুন গল্প। সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী বলেন, অভাবের সংসারে এই সংগ্রাম অনেকের জন্য অনুকরণীয় হতে পারে।

আর শিক্ষাবিদরা বলছেন, মানুষের মানসিক শক্তি বহাল থাকলে কোন বাধাই তাকে আটকাতে পারে না।  

এবারের এসএসসি পরীক্ষায় হাওরপাড়ের সুনামগঞ্জে ২৩ হাজার চারশ ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ হাজার ছয়শ নয় জন। পাসের হার ৭৯.২৬ শতাংশ।