ইরানে বিক্ষোভে নিহত তিন শতাধিক

সংগৃহীত ছবি

ইরানে বিক্ষোভে নিহত তিন শতাধিক

অনলাইন ডেস্ক

ইরানে পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামের এক কুর্দি তরুণীর মৃত্যুর ঘটনায় চলমান বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে এ ঘটনায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড।

রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা মেহেরকে এক সাক্ষাৎকারে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ  বলেন, ‘মেয়েটির মৃত্যুর ঘটনা দেশের প্রতিটি মানুষের ওপর প্রভাব ফেলেছে।

এ বিষয়ে আমার কাছে সর্বশেষ তথ্য নেই। তবে আমি মনে করি, এ ঘটনায় আমাদের তিন শতাধিক মানুষ শহীদ ও নিহত হয়েছেন। ’

‘নিহতদের মধ্যে দেশের অনেক মেধাবী সন্তানও ছিলেন। বিক্ষোভকারীদের পাশাপাশি পুলিশ, সেনা সদস্য, রেভল্যুশনারি গার্ডের মিলিশিয়া সদস্যও নিহত হয়েছেন,’ যোগ করেন তিনি।

হিজাব আইন ভঙ্গ করার কারণে গত ১৩ সেপ্টেম্বর মাহসা আমিনিকে তেহরান থেকে আটক করে দেশটির নৈতিকতা পুলিশ। আটকের পর পুলিশি হেফাজতে ১৬ সেপ্টেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর প্রতিবাদে ইরানে তুমুল বিক্ষোভ-প্রতিবাদ চলছে। বিক্ষোভ রুখতে দমন-পীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড।

 ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) তথ্যানুযায়ী, বিক্ষোভে নিহত হয়েছেন ৪৮৮ জন। এর মধ্যে ৬০ শিশু ও ২৯ জন নারী রয়েছেন।

বিক্ষোভে সহিংসতা চালানোর দায়ে অর্ধ ডজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ইরানের আদালত। এ ছাড়া বিক্ষোভে অংশ নেওয়ায় হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

news24bd.tv/মামুন