প্রবীণ ভাতা সামঞ্জস্য রেখে আরও বাড়ানো হবে: পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি

প্রবীণ ভাতা সামঞ্জস্য রেখে আরও বাড়ানো হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে প্রবীণদের ভাতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে 'শতভাগ পেনশন সমর্থনকারী গ্রুপ'র উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে- কেআইবিতে আলোচনা সভায় এসব বলেন।

চলমান বৈশ্বিক মন্দা অর্থনীতিতে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ একটু চাপে থাকলেও পরিস্থিতি অনুকূলে রয়েছে। অর্থনীতি যতটা খারাপ হওয়ার কথা ছিলো, সে তুলনায় এখনো হয়নি।

বিশ্বের অর্থনৈতিক চাপ বাংলাদেশেও পড়েছে, তবে বৈশ্বিকভাবে এ পরিস্থিতির উন্নতি হচ্ছে।

যারা অবসর তাদের জন্য কিছু করতে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করা হবে এবং সবাইকে ভাতার আওতায় আনা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, কয়েকদিন আগে একটা গুজব ছড়িয়েছিল যে ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। যেটা সম্পূর্ণ ভুল।

একটা শ্রেণি অসৎ উদ্দেশ্যে এসব গুজব ছড়ায়। আমাদের ব্যাংকিং খাত নিয়ে এখন অনেক আলোচনাই হচ্ছে। কিছু কিছু বিষয় গণমাধ্যমেও আসছে। তবে দু’একটি ঘটনার কারণে গোটা ব্যাংকিং ব্যবস্থা নিয়ে রায় দেওয়া উচিৎ নয়।

news24bd.tv/FA