যে কারণে বাথরুমের দরজা বন্ধ করেন না জাহ্নবী

সংগৃহীত ছবি

যে কারণে বাথরুমের দরজা বন্ধ করেন না জাহ্নবী

অনলাইন ডেস্ক

প্রয়াত শ্রীদেবীকন্যা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু তার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি জাহ্নবীকে। ধাপে ধাপে সাফল্যের সিঁড়িতে উঠছেন এই অভিনেত্রী।

কিছুদিন আগে মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় নিজের বিলাসবহুল বাংলো কিনে সকলকে চমকে দিয়ে আলোচনায় আসেন শ্রীদেবী কন্যা।

অভিনেত্রীর চেন্নাইতেও বাড়ি রয়েছে। সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’র একটি প্রতিবেদনে চেন্নাইয়ের বাড়িটি ঘুরিয়ে দেখিয়েছেন জাহ্নবী। তখন জানান, একটা সময় নিজের বাথরুমের দরজা বন্ধ করতে পারতেন না তিনি।

ল

তিনি জানান, একটি বিশেষ একটি কারণেই বাথরুমের দরজা বন্ধ করার অনুমতি দিতেন না মা শ্রীদেবী।

আরও পড়ুন: বিলাসবহুল বাড়ি কিনলেন জাহ্নবী, দাম কত জানেন?

এর আগে দেওয়া সাক্ষাৎকারে অনেকবারই মায়ের উদ্বিগ্নের কারণ জাহ্নবী নিজেই জানিয়েছিলেন। এ প্রসঙ্গে জাহ্নবী জানান, মায়ের ভয় ছিল বাথরুমের দরজা বন্ধ করে জাহ্নবী হয়তো ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন। এ জন্যই জাহ্নবীরের বাথরুমের দরজা বন্ধ করার অনুমতি ছিল না।

জাহ্নবী কাপুর বলেন, ‘মা দরজা বন্ধ করতে দিতেন না। এখনো আমার বাথরুমের কোনো তালা নেই। ’

news24bd.tv/রিমু