ডাচদের খেলা বিরক্তিকর, সাংবাদিকের প্রশ্ন শুনে রেগে আগুন ফন গাল

ডাচদের খেলা বিরক্তিকর, সাংবাদিকের প্রশ্ন শুনে রেগে আগুন ফন গাল

অনলাইন ডেস্ক

মঙ্গলবার কাতারকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলতে পা রেখেছে নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে কোনো ম্যাচই হারেনি ডাচরা। জিতেছে দুই ম্যাচ, অপরটি করে ড্র। সহজেই তাই পরের রাউন্ডে পা রেখেছে দলটি।

কিন্তু ফ্রেঙ্কি ডি ইয়ং, ভার্জিল ফন ডাইকদের খেলায় খুশি নন অনেকেই। তাদের খেলা দেখলে বিরক্তি আসে বলেও মন্তব্য করেছেন অনেকে।

গতকাল কাতারের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নেওয়ার পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ডাচ কোচ লুই ফন গালকে এ বিষয়ে প্রশ্ন করে। বিরক্তিকর খেলায় প্রকাশ করেন নিজের হতাশা।

ফন গাল মোটেও তা ভালোভাবে নেননি। ৭১ বছর বয়সী এই বর্ষীয়ান কোচ জবাবে বলেছেন, ‘এটি (নেদারল্যান্ডসের সমালোচনা) হতাশাজনক, কিন্তু আমি আপনাদের সঙ্গে একমত নই। আমি মনে করি, সবাই পরের রাউন্ডে যাওয়ার জন্য বরং গর্বিতই হবে। আমার মনে হয় বিষয়টা ততোটা খারাপ নয়, যতোটা আপনারা বলছেন। ’

এ সময় ওই সাংবাদিককে উদ্দেশ্য করে রেগে আগুন হয়ে যাওয়া লুই ফন গাল বলেন, ‘আপনার আমার দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। আপনি কেন লেখেন না, এই খেলা খুব বিরক্তিকর। আর আপনার যদি মনে হয়, এটা বিরক্তিকর খেলা, আপনি কেন বাসায় ফিরে গেলেন না। ’

বাইরে খেলা নিয়ে সমালোচনা হলেও লুই ফন গাল দেখছেন ইতিবাচকতা। তিনি বলেন, ‘ইতিবাচকতার সঙ্গে আমরা পরের পর্বে জায়গা করে নিয়েছি। এই টুর্নামেন্টের জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের যা করা দরকার আমরা তা করেছি। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন। ’

news24bd.tv/সাব্বির