চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্রদলের সমাবেশ থেকে পুলিশের ওপর ককটেল হামলা মামলায় বিএনপি-জামায়াতের ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে আজ বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, গত ২০ নভেম্বর বিকেলে নাচোল পৌর এলাকার শ্রীরামপুরে পুলিশের অনুমতি না নিয়েই উপজেলা ছাত্রদলের একাংশ কর্মী সমাবেশের আয়োজন করে।
এ ঘটনায় নাচোল থানায় ১৮জন বিএনপি-জামায়ত সমর্থিত দলীয় নেতা-কর্মীসহ অজ্ঞাতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক মামলা হয়। ওই মামলায় মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াতের ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
news24bd.tv/কামরুল