মুক্তিযুদ্ধের এ মাসে দেশে কোনো রাজাকার ঢুকতে পারবে না: সেলিম

মুক্তিযুদ্ধের এ মাসে দেশে কোনো রাজাকার ঢুকতে পারবে না: সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম তারেক জিয়ার দেশে ফেরার বিষয়ে বলেছেন, ১০ তারিখ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মাস। এ মাসে বাংলাদেশে কোনো রাজাকার ঢুকতে পারবে না। যদি কোনো রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি, ৭১ এর ঘাতক, ৭৫ এর ঘাতক, ২১ আগস্ট এর ঘাতক, মানি লন্ডারিং এর লোক এখানে (বাংলাদেশে) আসে তাহলে তাকে ওয়েলকাম জানাই। কারণ, তাকে তো আমরা চাই।

বুধবার (৩০ নভেম্বর) গোপালগঞ্জ সদরের পৌরসভার উন্মুক্ত মঞ্চে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও সদর পৌর আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম বলেন, বিএনপি আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা স্বপক্ষের শক্তি ও শেখ হাসিনা এবং আওয়ামী লীগে বিশ্বাসী ত্যাগী নেতারা যদি জীবিত থাকে; এই বাংলাদেশ সারাজীবন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পরিচালিত করবে।  

তিন বছর পর পর সম্মেলন হবার কথা থাকলেও দীর্ঘ ৭ বছর পর এবার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগামীকাল ১ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ঐদিন জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে জেলা, সদর উপজেলা এবং পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এস,এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী সিকদার চুন্নু প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক সম্মেলনের উদ্বোধন করেন।

news24bd.tv/FA