বিল বকেয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন দিনাজপুর পৌরসভা

বিল বকেয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন দিনাজপুর পৌরসভা

দিনাজপুর প্রতিনিধি

প্রায় ২১ কোটি ২০ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দিনাজপুর পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে নেসকো লিমিটেড। তবে করোনা ও শিশুদের ভ্যাকসিনসহ বিভিন্ন টিকা মজুদ থাকায় বেশ দুশ্চিন্তায় রয়েছে পৌরসভার কর্তৃপক্ষ।

দিনাজপুর নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শাহদাত হোসেন জানান, দিনাজপুর পৌরসভার বিদ্যুৎ প্রায় ১৫ বছর ধরে পরিশোধ করা হয়নি। যে কারণে প্রায় ২১ কোটি ২০ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে।

তবে তাদের একাধিকবার সুযোগ দেয়ার পরেও পরিশোধ না করায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।

দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল বকেয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে জরুরি কাজ জেনারেটরের মাধ্যমে করা হচ্ছে। পৌরসভায় মজুদকৃত করোনা ও শিশুদের ভ্যাকসিনসহ অন্যান্য টিকা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে নেসকোর সঙ্গে আলোচনা করা হচ্ছে কিছু টাকা পরিশোধ করে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার জন্য।

news24bd.tv/FA