৯ পরিবর্তন নিয়ে তিউনিসিয়ার বিপক্ষে নামছে ফ্রান্স 

৯ পরিবর্তন নিয়ে তিউনিসিয়ার বিপক্ষে নামছে ফ্রান্স 

অনলাইন ডেস্ক

ফ্রান্সের শেষ ষোল নিশ্চিত হয়ে গেছে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই। অস্ট্রেলিয়ার পর ডেনমার্ককে হারিয়ে দলটি সবার আগে নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের নকআউট পর্ব। ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে তাই বেঞ্চের শক্তি পরীক্ষা করতে যাচ্ছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ডেনমার্ক ম্যাচের একাদশ থেকে ৯ পরিবর্তন নিয়ে তিউনিসিয়ার বিপক্ষে শুরুর একাদশ সাজিয়েছেন তিনি।

গ্রুপ পর্বের শীর্ষে থেকে পরের রাউন্ডে ফ্রান্সের ওঠা প্রায় নিশ্চিত। যে কারণে এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ নিয়মিত একাদশের প্রায় সবাইকে বেঞ্চে রাখছেন দেশম। অভিজ্ঞদের মধ্যে একাদশে থাকছেন রাফায়েল ভারান। দলকে নেতৃত্ব দিবেন এই ডিফেন্ডার।

আছেন অরিলিয়েন শুয়ামেনিও। মিডফিল্ডে রিয়াল মাদ্রিদ সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গার সঙ্গে জুটি বাধবেন তিনি।

শেষ ষোলতে ওঠার ক্ষীণ একটা সম্ভাবনা এখনো আছে তিউনিসিয়ার। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এ ম্যাচ জিততেই হবে দলটিকে। সঙ্গে চেয়ে থাকতে হবে ডেনমার্ক-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। একই সময়ে শুরু হতে যাওয়া ওই ম্যাচ ড্র হলেই তারা ফ্রান্সের সঙ্গে উঠে যাবে নকআউট পর্বে। কঠিন সেই সমীকরণ মেলাতে তাই পরীক্ষিতদের নিয়ে ফ্রান্স বধের ছক কষেছেন তিউনিসিয়ান কোচ জালাল কাদেরি।

ফ্রান্স (৪-৩-৩): স্টিভ মানডান্ডা; আক্সেল ডিসাসি, রাফায়েল ভারান, ইউসুফ ফোফানা, ইব্রাহিমা কোনাতে; মাত্তেও গুয়েনদুজি, অরিলিয়েন শুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা; রান্দাল কোলো মুয়ানি, জর্ডান ভেরেতাউত, কিংসলে কোমান।

তিউনিসিয়া (৩-৪-৩): আয়মেন ডাহমেন; মোন্তাসির তালবি, ইয়াসিন মেরিয়াহ, নাদের ঘানদ্রি; আলী মালুল, এলিয়েস স্কিহিরি, ওয়াজদি কেচ্রিদা, ওয়াহবি খাজর; বেন রোমধানে আলী, আনিস সিলিমানে।

news24bd.tv/সাব্বির