বাঁচা-মরার লড়াইয়ে যাদের নিয়ে নামলো ডেনমার্ক

বাঁচা-মরার লড়াইয়ে যাদের নিয়ে নামলো ডেনমার্ক

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের ডার্ক হর্স ভাবা হচ্ছিল ডেনমার্ককে। গেল ইউরোপে দুর্দান্ত দলগত পারফরম্যান্সের কারণেই সবার সমীহ আদায় করে নেয় দলটি। তবে কাতারে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের একটিতেও জয় পায়নি ডেনিশরা। হেরেছে একটি, ড্র করেছে অপর ম্যাচ।

১ পয়েন্ট নিয়ে তিনে আছে দলটি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি এরিকসেন, ক্রিস্টিনসেনদের জন্য তাই বাঁচা-মরার।

বাঁচা-মরার সেই লড়াইয়ে ৪-৫-১ ছকে দল সাজিয়েছেন ডেনমার্ক কোচ কাসপার হুলমান্দ। ফ্রান্সের বিপক্ষে তিন ডিফেন্ডার নিয়ে দল সাজালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে রক্ষণভাগ ৪ ডিফেন্ডার নিয়ে সাজিয়েছেন হুলমান্দ।

শুরুর একাদশে এ ম্যাচেও সুযোগ পাননি সাইমন কায়ের। ইউসুফ পৌলসেনও আছেন শুরুর একাদশের বাইরে।

এ ম্যাচে ডেনমার্কের সামনে জয়ের কোনো বিকল্প না থাকলেও, অস্ট্রেলিয়ার সামনে আছে দারুণ সুযোগ। স্রেফ ড্র করলেই চলবে তাদের। তাহলেই ফ্রান্সের সঙ্গে নকআউট পর্বে পা রাখবে দলটি। যদি না অবিশ্বাস্যভাবে তিউনিসিয়ার কাছে ফরাসিরা বড় ব্যবধানে হেরে না যায়।

এক নজরে দুই দলের একাদশ

অস্ট্রেলিয়া (৪-৪-২): মাথেউ রিয়ান; মিলোস ডেজেনেক, কাই রোয়েলস, আজিজ বেহিচ, হ্যারি সুতার; মাথেও লেকি, অ্যারন মুডি, জ্যাকসন ইরভাইন, ক্রেইগ গুডউইন; রাইলি ম্যাকগ্রি, মিচ ডিউক।  

ডেনমার্ক (৪-৫-১): কেসপার স্মাইকেল; জোয়াকিম অ্যান্ডারসেন, জোয়াকিম মাইহলে, আন্দ্রেয়াস ক্রিস্টিনসেন, রাসমাস ক্রিস্টেনসেন; মাথিয়াস ইয়ানসেন, ক্রিস্টিয়ান এরিকসেন, আন্দ্রেয়াস স্কোভ ওলসেন, পিয়েরে-এমিল হবজার্গ, জেসপার লিন্ডস্ট্রম; মার্টিন ব্রাথওয়েট।

news24bd.tv/সাব্বির