গোল হলো না কোনো ম্যাচেই

গোল হলো না কোনো ম্যাচেই

অনলাইন ডেস্ক

একসঙ্গে শুরু হওয়া ‘ডি’ গ্রুপের দুই ম্যাচের কোনোটিতেই হয়নি গোল। গোলশূন্য অবস্থায় বিরতিতে গেছে আল জানুব স্টেডিয়ামে নামা অস্ট্রেলিয়া-ডেনমার্ক এবং এডুকেশন সিটি স্টেডিয়ামে নামা তিউনিসিয়া-ফ্রান্স। দ্বিতীয়ার্ধেও যদি ফলের কোনো পরিবর্তন না আসে, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে পাড়ি দেবে ফ্রান্স। রানার্স-আপ হিসেবে তাদের সঙ্গী হবে অস্ট্রেলিয়া।

আল জানুব স্টেডিয়ামে ডেনমার্কের বিপক্ষে ড্র করলেই শেষ ষোলতে নাম লেখাবে অস্ট্রেলিয়া। তাই বলে দলটি শুধু রক্ষণে মন দেয়নি। বল দখলে রেখে ডেনমার্ক যতগুলো আক্রমণ সাজিয়েছে, পাল্টা আক্রমণে তার চেয়ে বেশি আক্রমণ করেছে অস্ট্রেলিয়ার ফুটবলাররা। ডেনিশ ফুটবলাররা লক্ষ্যে দুটি শট রাখতে পারলেও, সকারুজরা রেখেছে তিনটি শট।

তবে কোনো দলই পায়নি সাফল্যের দেখা।

এডুকেশন সিটি স্টেডিয়ামে ৯ পরিবর্তন নিয়ে নামা ফ্রান্স তিউনিসিয়ার বিপক্ষে খানিকটা ধুঁকছে। বল দখলে এগিয়ে থাকলেও তিউনিসিয়ার আক্রমণ সামলাতেই সময় কেটেছে দলটির রক্ষণের। তিউনিসিয়া তো গোলও পেয়ে গিয়েছিল ফরাসিদের বিপক্ষে। ম্যাচের অষ্টম মিনিটে ওয়াহবি খাজরির ফ্রি কিক থেকে ভলিতে গোল করেন নাদের ঘানদ্রি। তবে অফসাইডের বাঁশিতে তাদের আনন্দ মুহূর্তেই শেষ হয়ে যায়। এরপর ম্যাচের বাকি সময়ে দুই দলের কেউই পায়নি গোলের দেখা।

news24bd.tv/সাব্বির