নকআউট পর্ব নিশ্চিতের মিশনে পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। তবে কাঙ্ক্ষিত গোল আসছিল না। অবশেষে ম্যাচের ৩৯মিনিটে গোল করার সেরা সুযোগ পায় আর্জেন্টিনা। তবে সেটি কাজে লাগাতে পারেননি দলের সেরা তারকা লিওনেল মেসি।
সবশেষ ২০১৮ বিশ্বকাপেও পেনাল্টি মিস করেছিলেন মেসি।
মেসি বলেন, ‘পেনাল্টিটা মিস করে আমার এখনো রাগ হচ্ছে। তবে ওই ভুলের পরই কিন্তু দলের মনোবল বেড়েছে। সবার মনে এই বিশ্বাস জন্মেছে যে আমরা জিততে পারব। যে কোনো মুহূর্তে গোল চলে আসবে। আর প্রথম গোলটা চলে আসায় ম্যাচটা আমরা যেভাবে চেয়েছি সেভাবেই এগিয়েছে। ’
মেসির পেনাল্টি মিসের দিনে দলকে জিতিয়েছেন দুই তরুণ ম্যাক আলিস্টার এবং আলভারেস। দুজনের এটি ছিল বিশ্বকাপে প্রথম গোল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানান, ‘তরুণদের দায়িত্ব নিতে পারাই তার দলের মূল শক্তি। শুরু থেকেই বলে আসছি, যারা দলে আসছে তারা জানে কী করতে হবে। সম্পূর্ণ প্রস্তুত হয়েই এখানে এসেছে ওরা। এটিই এই দলের শক্তির জায়গা। ঐক্যবদ্ধ থাকা আর দরকারের সময় সাড়া দেওয়া। ’
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যেখানে আর্জেন্টিনার থেকে যেকোনো বিচারে যোজন যোজন পিছিয়ে অজিরা। তবে প্রতিপক্ষকে সহজভাবে নিতে চান না মেসি। ম্যাচটি কঠিন হবে বলেই মনে করছেন তিনি। মেসি বলেন, ‘ম্যাচটি খুবই কঠিন হবে। যে কেউ অপর দলকে হারিয়ে দিতে পারে। সবাই এ ক্ষেত্রে সমান। অস্ট্রেলিয়া ম্যাচের জন্য আমাদের ভালো প্রস্তুতি দরকার। ’
news24bd.tv/আমিরুল