বাংলাদেশে ঘানার প্রথম 'অনারারি কনসাল' হলেন ইব্রাহিম দাউদ মামুন

ইব্রাহিম দাউদ মামুনকে নিযুক্তির চূড়ান্তপত্র তুলে দিচ্ছেন এম আমানুল হক।

বাংলাদেশে ঘানার প্রথম 'অনারারি কনসাল' হলেন ইব্রাহিম দাউদ মামুন

অনলাইন ডেস্ক

বাংলাদেশে ঘানার 'অনারারি কনসাল' হিসেবে নিযুক্ত হয়েছেন ইব্রাহিম দাউদ মামুন (ইমরান)। সোমবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান এম আমানুল হক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে নিযুক্তির চূড়ান্ত পত্র প্রদান করেন।

বাংলাদেশে প্রথমবারের মতো ঘানার 'অনারারি কনসাল' নিযুক্ত হওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইব্রাহিম দাউদ মামুন ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

তিনি পেশায় একজন খ্যাতিমান ব্যবসায়ী ও শিল্পপতি। তিনি বিলাল ট্রেডিং লিমিটেডের পরিচালক এবং একইসাথে কাই বাংলাদেশ এ্যালুমিনিয়াম লিমিটেড, এ্যালটেক এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গারদা শিল্ড সিকিউরিটি সার্ভিস, প্রিন্স ইলেক্ট্রিক্যাল, প্যারাগন এক্সপোর্ট লিমিটেড এবং কাইরোজ ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। এছাড়াও তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সদস্য।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর