ভারত সিরিজ শুরুর আগেই ইনজুরিতে তাসকিন

সংগৃহীত ছবি

ভারত সিরিজ শুরুর আগেই ইনজুরিতে তাসকিন

অনলাইন ডেস্ক

আজ সন্ধ্যায় তিন ম্যাচেও ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ঢাকায় পা রাখছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। তবে তার আগেই বাংলাদেশ স্কোয়াডে দুঃসংবাদ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই ইনজুরিতে দলের সেরা পেসার তাসকিন আহমেদ। জানা গেছে পিঠের চোটে পড়েছেন তিনি।

ফলে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে পাওয়া যাচ্ছে না তাকে।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে এবং ৭ ডিসেম্বরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সিরিজের শেষ ওয়ানডে হবে আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে।

এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল।

তবে তার আগেই চোট পেয়েছেন তাসকিন। এর আগে পিঠের ব্যথার কারণে ৫০ ওভারের বিসিএলের প্রথম রাউন্ড খেলেই নিজেকে সরিয়ে নিয়েছেন তাসকিন। এরপর বিশ্রাম নিয়েছেন কিছুদিন। মাঝে একদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিং করেছেন। কিন্তু কাল আবার জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচে ছিলেন না তাসকিন।

এদিকে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চোটের অবস্থা বুঝতে আজ তামিমের হাঁটুর স্ক্যান করানো হবে।

এর আগে ২০১৫ সালে সবশেষ বাংলাদেশ সফর করে ভারত। সেবার ঘরের মাঠে ভারতে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। টেস্ট ম্যাচটি হয়েছিল ড্র।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান।

ভারতের ওয়ানডে স্কোয়াড:- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।

news24bd.tv/আমিরুল