চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষিপুর গ্রামের কৃষক সুনীল কুমার দাসকে হত্যার অপরাধে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছন আদালত। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মাসুদ আলী আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন, আলমডাঙ্গার রায়লক্ষিপুর গ্রামের কালু ফকিরের ছেলে সুলতান হোসেন (৫৫), লালু মণ্ডলের ছেলে লিয়াকত আলী (৫৮) ও লাল্টু সর্দারের ছেলে শওকত আলী (৬০)।
আদালতের পাবলিক প্রসিকিউটর গিয়াসউদ্দিন মামলার নথি দেখে জানান, জমিজমা নিয়ে বিরোধকে ঘিরে ১৯৯৩ সালের ৯ ডিসেম্বর রাত আটটার দিকে সুনীলকে হত্যা করা হয়।
মামলায় মোট ১০ জন সাক্ষীকে পরীক্ষা করা হয়।
news24bd.tv/আজিজ