চুয়াডাঙ্গায় কৃষক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গায় কৃষক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষিপুর গ্রামের কৃষক সুনীল কুমার দাসকে হত্যার অপরাধে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছন আদালত। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মাসুদ আলী আদালতে এ রায় ঘোষণা করেন।  

দণ্ডিত আসামিরা হলেন, আলমডাঙ্গার রায়লক্ষিপুর গ্রামের কালু ফকিরের ছেলে সুলতান হোসেন (৫৫), লালু মণ্ডলের ছেলে লিয়াকত আলী (৫৮) ও লাল্টু সর্দারের ছেলে শওকত আলী (৬০)।  

আদালতের পাবলিক প্রসিকিউটর গিয়াসউদ্দিন মামলার নথি দেখে জানান, জমিজমা নিয়ে বিরোধকে ঘিরে ১৯৯৩ সালের ৯ ডিসেম্বর রাত আটটার দিকে সুনীলকে হত্যা করা হয়।

দণ্ডিত আসামিসহ অন্তত ১৫-১৬ জন ব্যক্তি সুনীলদের বাড়িতে গিয়ে সুনীলকে তার গায়ে থাকা চাদর দিয়ে দু’হাত বেধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই মারা যায় সুনীল। এ ঘটনার পরদিন নিহতের ভাই অনিল কুমার দণ্ডপ্রাপ্ত আসামিসহ অজ্ঞাত আসামিদের নামে থানায় এজাহার দায়ের করেন।  

মামলায় মোট ১০ জন সাক্ষীকে পরীক্ষা করা হয়।

সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক আসামি সুলতান হোসেন, লিয়াকত আলী ও শওকত আলীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।  

news24bd.tv/আজিজ