গ্রামের প্রতিটি ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

সংগৃহীত ছবি

গ্রামের প্রতিটি ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন ডেস্ক

একটি জাতির সুস্বাস্থ্যের নিশ্চয়তা দেওয়া চিকিৎসকদের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘গ্রাম পর্যায়ে প্রতিটি ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। ’ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বরিশালে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘স্বাস্থ্য শিক্ষায় শুদ্ধাচার ও সুশাসনবিষয়ক’-এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বিভাগের সরকারি মেডিকেল/ডেন্টাল কলেজের চিকিৎসক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

দিনব্যাপী কর্মশালায় আরও উপস্থিত ছিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও ডিআইজি এস এম আক্তার উজ জামান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুল ইসলাম প্রমুখ।  

news24bd.tv/ইস্রাফিল