নারীর গোসলের ভিডিও ধারণ, যুবকের ১৩ বছরের কারাদণ্ড

সংগৃহীত ছবি

নারীর গোসলের ভিডিও ধারণ, যুবকের ১৩ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

রাজশাহীতে নারীর গোসলের ভিডিও ধারণের ঘটনায় দেওয়ান আরিফুর রহমান আরিফ নামে এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

আসামি আরিফ গাইবান্ধার দেওয়ান আক্তার হোসেনের ছেলে।

সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইসমত আরা জানান, বগুড়ার এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন দেওয়ান আরিফুর রহমান আরিফ। পরে সেই ভিডিও গৃহবধূ ও তার স্বামীর ফেসবুক আইডিতে দিয়ে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে ২০২১ সালে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি রাজশাহীর ট্রাইব্যুনালে স্থানান্তর হওয়ার পরে বৃহস্পতিবার বিচার প্রক্রিয়া শেষ হয়। রায়ে আসামিকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

news24bd.tv/হারুন