বিনামূল্যে ১৭শ’ চক্ষু রোগীর সার্জারি সেবা দিয়েছে বসুন্ধরা আই হসপিটাল

বসুন্ধরা আই হসপিটালের বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম

বিনামূল্যে ১৭শ’ চক্ষু রোগীর সার্জারি সেবা দিয়েছে বসুন্ধরা আই হসপিটাল

শফিকুজ্জামান রুবেল

বসুন্ধরা আই হসপিটালের বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রমে এ পর্যন্ত দেশব্যাপী ১৭শ’র বেশি চক্ষুরোগীর সার্জারি সেবা দেওয়া হয়েছে। এসব রোগীরা ছানি, নেত্রনালি ও মাংস বৃদ্ধির মতো জটিল রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে রোগীদের প্রাথমিক সেবার পাশাপাশি ওষুধপত্রও দিচ্ছে প্রতিষ্ঠানটি।  

এসব রোগীদের রাজধানীর বসুন্ধরা আই হসপিটলে সার্জারির মাধ্যমে দীর্ঘমেয়াদি সেবা দেওয়া হচ্ছে।

আর এতে সহযোগিতা করছে বিভিন্ন স্বেচ্ছাবেসী ফাউন্ডেশন।

এ পর্যন্ত প্রতিষ্ঠানটি বিনামূল্যে দেশব্যাপী ১৭শ’র বেশি রোগীদের আধুনিক সার্জারির মধ্য দিয়ে দৃষ্টিশক্তি ফিরে পেতে সহযোগিতা করেছে। এমন সেবা পেয়ে অভিভূত রোগীরা।

বসুন্ধরা আই হসপিটালের এই চিকিৎসেবা ফলপ্রসূ হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

  

সারা দেশের অসহায়, হতদরিদ্র ও অস্বচ্ছল মানুষের সেবায় বসুন্ধরা আই হসপিটালের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

news24bd.tv/ইস্রাফিল