ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর লড়াই

সংগৃহীত ছবি

ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর লড়াই

অনলাইন ডেস্ক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বামী ও স্ত্রী চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া ও তার স্ত্রী মাসুমা আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।  মুখলিছ মিয়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও পাননি।  

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  

মুখলিছ মিয়া বর্তমান ইউপি চেয়ারম্যান। এবার নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। তার স্ত্রী আছমা আক্তার লাকী গৃহিনী।

এ বিষয়ে কথা বলতে ইউপি মুখলিছ মিয়া বলেন, আমার স্ত্রী নিজের ইচ্ছায় নির্বাচনে অংশ নিচ্ছেন।

তবে তিনি তার স্ত্রীকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করিয়েছেন বলে একটি সূত্র দাবি করেছে।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ২৯ ডিসেম্বর। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।