দুই বছর পর তুরাগতীরে জোড় ইজতেমা শুরু

সংগৃহীত ছবি

দুই বছর পর তুরাগতীরে জোড় ইজতেমা শুরু

অনলাইন ডেস্ক

দুই বছর বন্ধের পর টঙ্গীর তুরাগতীরে জোড় ইজতেমা শুরু হয়েছে। চলবে তিন দিন। শুক্রবার (২ ডিসেম্বর) ফজরের নামাজের পর বয়ান ও আলোচনার মধ্য দিয়ে এ জোড় ইজতেমা শুরু হয়। রোববার (৪ ডিসেম্বর) জোহরের নামাজের পর দোয়ার মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।

আগামী ১৩ জানুয়ারি প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। সেই মূল ইজতেমার পূর্বপ্রস্তুতিমূলক সভা হিসেবে পরিচিত এ জোড় ইজতেমায় এক থেকে তিন চিল্লা সমাপ্তকারী মুসল্লিরা অংশ নিয়ে থাকেন। ইজতেমা শেষে বিভিন্ন কাফেলায় ভাগ হয়ে তারা দেশ-বিদেশে দ্বীনের দাওয়াত দিতে বেরিয়ে যাবেন। ফিরে এসে মূল ইজতেমায় যোগ দেবেন মুসল্লিরা।

 

জানা যায়, প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়ের পক্ষের লোকজন অংশ নেবেন। তিন দিনের এই পর্বের ইজতেমা শেষ হবে ১৫ জানুয়ারি। ছয় দিনের বিরতির পর ২১ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এতে ওয়াসেক পক্ষের লোকজন অংশ নেবেন।