ভারত সিরিজে বিশ্রামে সুজন

সংগৃহীত ছবি

ভারত সিরিজে বিশ্রামে সুজন

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জানান, ভারত সিরিজে খালেদ মাহমুদ নাও থাকতে পারেন।  

তখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, খালেদ মাহমুদ সুজন টিম ডিরেক্টর হিসেবে আছে।

তবে ভারতের বিপক্ষে সিরিজে থাকবে না। এই সিরিজে তিনি বিশ্রামে থাকবে। (পরে) সে আবার আসবে।

আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

এরপর ৭ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় এবং ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে গড়াবে সিরিজের বাকি ম্যাচ।  

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে সুজনকে নিয়োগ দেয় বিসিবি। এরপর থেকে প্রায় সব সিরিজেই তিনি দায়িত্ব পালন করছেন।

টিম ডিরেক্টর পদে ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে দলের সার্বিক দিক তদারকি করা, দল সাজানোয় মতামত দেওয়া এবং কোচিং প্যানেলসহ সবার কার্যক্রমে নজরদারি রাখার কাজ করে থাকেন খালেদ মাহমুদ।  

news24bd.tv/হারুন