পৌষের ছোঁয়া লাগলো রাজধানীতে

সংগৃহীত ছবি

পৌষের ছোঁয়া লাগলো রাজধানীতে

অনলাইন ডেস্ক

দেশীয় পন্যের পসরা নিয়ে চারুকলার উদ্যেগে পৌষ মেলার আয়োজন করা হয়েছে ধানমন্ডির মাইডাস সেন্টারে। দেশীয় হস্তশিল্পের পন্য বিক্রেতাদের জনপ্রিয় করে তুলতে ২ দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।

পৌষের ছোঁয়া লাগলো রাজধানীতে। চারুকলার আয়োজনে ধানমন্ডির মাইডাস সেন্টারে চলছে পৌষমেলা।

চারুকলা শিক্ষার্থীদের হস্তশিল্পর প্রদর্শনী দৃষ্টি কাড়তে চায় নগরবাসীর। ১৫টির ও বেশী স্টলে উদ্যোক্তারা বিভিন্ন ধরনের দেশীয় কাপড়, মাটির গহনা, এবং হ্যান্ডপেইন্টেড পন্যের সমারোহ নিয়ে বসেছেন।

ছোটো শখ থেকে একটি ব্যবসা গড়ে ওঠার গল্প ও তুলে ধরেন উদ্যোক্তারা। কেউ আবার সাহায্য ও কর্মসংস্থানের যোগান দিতে শুরু করেছে তাদের ব্যবসা।

এ ধরনের মেলা দেশীয় পন্যের বিক্রির প্রসারের পাশাপাশি ই কমার্স ব্যবসায়ীদের আরো উৎসাহ দেয় বলেও জানায় আয়োজকেরা।

মেলায় এসে অনলাইনের পন্য নিজ চোখে দেখে কিনতে পারায় আরো খুশী ক্রেতারা। শৈল্পিক পণ্য কম মূল্যে কিনতে মেলা ঘুরে দেখছেন ক্রেতারা। একই সাথে শাড়ি চুড়ি মালা সবই পাওয়া যাবে পৌষ মেলায়।

news24bd.tv/আলী