যুক্তরাষ্ট্রের ওপর অতিনির্ভরশীল ইউরোপ: ফিনল্যান্ড

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ওপর অতিনির্ভরশীল ইউরোপ: ফিনল্যান্ড

অনলাইন ডেস্ক

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার যে ইউরোপ তার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর অতিমাত্রায় নির্ভরশীল।   অস্ট্রেলিয়ার সিডনিতে এক বক্তৃতাকালে অস্ত্র উৎপাদনসহ ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পক্ষে জোর দেন প্রধানমন্ত্রী সানা মারিন।

তিনি বলেন, ‌‘সত্যি বলতে ইউরোপ এখন যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্র ছাড়া আমরা বিপদে পড়ব।

মারিন বলেন, আমি যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিবিদের সাথে কথা বলেছি। তারা মনে করেন ইউরোপের আরও শক্তিশালী হওয়া উচিত।  মারিন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রচুর অস্ত্র, প্রচুর আর্থিক ও মানবিক সহায়তা দিয়েছে। ইউরোপ এখনও যথেষ্ট শক্তিশালী নয়।

এর আগে হেলসিঙ্কিতে এক বক্তৃতায় মারিন বলেছিলেন, ইউরোপ বর্তমানে তার প্রযুক্তির জন্য চীনের উপর খুব নির্ভরশীল। ইউরোপের উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং এর মতো ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করা।

news24bd.tv/আজিজ