ব্রাজিলকে গোল বঞ্চিত রেখেই বিরতিতে ক্যামেরুন

সংগৃহীত ছবি

ব্রাজিলকে গোল বঞ্চিত রেখেই বিরতিতে ক্যামেরুন

অনলাইন ডেস্ক

শেষ ষোলো আগেই নিশ্চিত ব্রাজিলের। কোচ তিতে তাই সাইড বেঞ্চের পরীক্ষা নিতেই একাদশ সাজান ক্যামেরুনের বিপক্ষে। তবে ক্যামেরুনের লক্ষ্যটা ভিন্ন। শেষ ষোলোতে যেতে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারাতেই হবে তাদের।

সে লক্ষ্যে প্রথমার্ধে ব্রাজিলের বিপক্ষে গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে গেছে ক্যামেরুন।

এদিনও ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালিয়ে গেছে ব্রাজিল। তিতের সাইড বেঞ্চে থাকা ফুটবলাররা সুযোগ পেয়ে ভালোই আক্রমণ শানাচ্ছিল।  

ম্যাচের ১৩ মিনিটে আসে প্রথম সুযোগ।

তবে উদযাপনের মুহূর্ত পায়নি ব্রাজিল সমর্থকরা। গ্যাব্রিয়েল মার্টিনেলির হেড দক্ষতার সাথে ঠেকিয়ে দেন ক্যামেরুন গোলরক্ষক ডেভিস এপাসি। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ব্রাজিল।

১৯ মিনিটে ব্রাজিল রক্ষণের পরীক্ষা নেই ক্যামেরুন। ব্রাজিল রক্ষণকে ফাকি দিয়ে আক্রমণ জমিয়ে ফেলে ক্যামেরুন। তবে ফাকি দেওয়া যায়নি ব্রাজিল রক্ষণের শেষ প্রহরী এডারসনকে। দক্ষতার সহিত ক্যামেরুনের আক্রমণ পরাস্ত করে দেন ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক।

এরপর একাধিকবার আক্রমণে গিয়েছে ব্রাজিলের আক্রমণভাগ। তবে ক্যামেরুনের রক্ষণে চির ধরানো যায়নি। ফলাফল, প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। তবে ক্যামেরুনের থেকে গোল ব্যবধান ও গোলের উদ্দেশ্যে শট নেওয়ায় এগিয়ে ছিল ব্রাজিলই।

news24bd.tv/আমিরুল