রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে আলোচনায় আসে রুশ ভাড়াটে সেনাদল ‘দ্য ওয়াগনার গ্রুপ’। রুশ এই গ্রুপটিকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা ও তালেবানের কাতারে ফেলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এমনকি গ্রুপটির ফলে মধ্য আফ্রিকার দেশগুলোর ধর্মীয় স্বাধীনতা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। খবর আরটির।
প্রতিবেদনে রুশ মালিকানাধীন সম্প্রচার মাধ্যমটি জানায়, রাশিয়ার সামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপকে সেন্ট্রাল আফ্রিকার ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। একই সঙ্গে তিনি গ্রুপটিকে আইএস, তালেবান ও আল কায়েদার কাতারে ফেলেছেন।
শুক্রবার ব্লিনকেন বলেন, ‘বাইডেন প্রশাসন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের অধীনে ‘কুখ্যাত’ ওয়াগনার গ্রুপকে বিশেষ উদ্বেগের সত্তার তালিকায় যুক্ত করছে। মধ্য আফ্রিকায় গ্রুপটির কার্যকলাপের ভিত্তিতে এমনটা করা হয়েছে।
‘জাতীয় নিরাপত্তা, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, আমাদের মূল্যবোধ ও স্বার্থ সম্পর্কিত সামঞ্জস্য রেখেই এমনটা করা হয়েছে,’ যোগ করেন তিনি।
ব্লিঙ্কেন আরও বলেন, ‘বিশ্বজুড়ে বিভিন্ন সরকার ও তাদের পরিচালিত বিভিন্ন গ্রুপ ভিন্ন মতের লোকদের হয়রানি, হুমকি, জেল, এমনকি হত্যা পর্যন্ত করছে। তারা শুধুমাত্র এমনটা করছে নিজেদের বিশ্বাসের কারণে। কিছু কিছু ক্ষেত্রে, তারা রাজনৈতিক লাভের জন্য ধর্ম ও স্বাধীনতাকে ব্যবহার করছে। এর ফলে বিভাজনের সৃষ্টি হয়। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি হুমকির মুখে পড়ে। যুক্তরাষ্ট্র কখনোই এসব অপব্যবহারকারীদের সঙ্গে থাকবে না। ’
news24bd.tv/মামুন