ময়মনসিংহ নগরীতে প্রথম বারের মতো ওয়ানগালা উৎসব উদযাপিত হয়েছে। নতুন ফসল ঘরে তুলতে নানা উৎসবের মাধ্যমে শস্য দেবতা মিসি সালজংকে ধন্যবাদ ও উৎসর্গ করে পালিত হয় গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব বা গারো নবান্ন উৎসব। শুক্রবার (২ ডিসেম্বর) নগরীর দ্য আচিক কো অপারেটিভ সোসাইটির মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
সাংসারেক রীতিতে সকালে দেবতা মিসি সালজংকে উৎসর্গ করে পূজা অর্চনা ও ধন্যবাদ উৎসবের আয়োজন করা হয়।
এ সময় গারো সংস্কৃতির বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়।
news24bd.tv/ইস্রাফিল