ময়মনসিংহ নগরীতে প্রথম বারের মতো ওয়ানগালা উৎসব উদযাপিত
ময়মনসিংহ নগরীতে প্রথম বারের মতো ওয়ানগালা উৎসব উদযাপিত

সংগৃহীত ছবি

ময়মনসিংহ নগরীতে প্রথম বারের মতো ওয়ানগালা উৎসব উদযাপিত

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ নগরীতে প্রথম বারের মতো ওয়ানগালা উৎসব উদযাপিত হয়েছে। নতুন ফসল ঘরে তুলতে নানা উৎসবের মাধ্যমে শস্য দেবতা মিসি সালজংকে ধন্যবাদ ও উৎসর্গ করে পালিত হয় গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব বা গারো নবান্ন উৎসব। শুক্রবার (২ ডিসেম্বর) নগরীর দ্য আচিক কো অপারেটিভ সোসাইটির মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।  

সাংসারেক রীতিতে সকালে দেবতা মিসি সালজংকে উৎসর্গ করে পূজা অর্চনা ও ধন্যবাদ উৎসবের আয়োজন করা হয়।

 শস্য দেবতা মিসি সালজংকে অর্চনা করা হয়। সব ধরনের ফসল দেবতাকে উৎসর্গ করার পর নিজেরা গ্রহণ করেন মান্দিরা। এতে খরাপ কিছু থেকে ফসল রক্ষায় মোরগ দিয়ে রাকাশি পূজা করা হয়।  

এ সময় গারো সংস্কৃতির বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়।

ওয়ানগালা উপলক্ষে সেখানে বসে ১৭টি স্টলে গারো সংস্কৃতির বিভিন্ন জিনিসের মেলা। নতুন প্রজন্মের শিশুরা বর্ণিল পোশাক পরে উৎসবে আনন্দ আয়োজনে অংশ নেন।

news24bd.tv/ইস্রাফিল