পূর্বধলায় টাকা ছাড়া মেলে না ভূমিসেবা
পূর্বধলায় টাকা ছাড়া মেলে না ভূমিসেবা

সংগৃহীত ছবি

পূর্বধলায় টাকা ছাড়া মেলে না ভূমিসেবা

সোহান আহমেদ কাকন

নেত্রকোনার পূর্বধলায় ভূমিসেবায় কয়েকগুণ বেশি টাকা আদায় ও হয়রানির অভিযোগ উঠেছে সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে। কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম ও অব্যবস্থাপনায় চরম হয়রানি ও অতিরিক্ত অর্থ ব্যয়ে বাধ্য হচ্ছেন সেবা গ্রহীতারা।

সম্প্রতি পূর্বধলার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অমল চন্দ্র দাসের বিরুদ্ধে হয়রানি ও অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা।

লিখিত অভিযোগ হওয়ায় শুনানি ও সাক্ষ্য নিচ্ছে প্রশাসন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তা অমল চন্দ্র দাস।

অভিযোগের সত্যতা মিললে, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভূমি অফিসের অনিয়ম ও হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় স্থানীয়রা।

news24bd.tv/আজিজ