রাজশাহী বিভাগে তৃতীয় দিনের মতো বাস-ট্রাক চলাচল বন্ধ 
রাজশাহী বিভাগে তৃতীয় দিনের মতো বাস-ট্রাক চলাচল বন্ধ 

সংগৃহীত ছবি

রাজশাহী বিভাগে তৃতীয় দিনের মতো বাস-ট্রাক চলাচল বন্ধ 

অনলাইন ডেস্ক

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১০ দফা দাবিতে আজ শনিবার (৩ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো রাজশাহী বিভাগের সব জেলার বাস ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এ ধর্মঘটে বিভাগে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে কোনো বাস ট্রাক চলাচল করছে না। তবে পণ্যবাহী ট্রাকসহ জরুরি প্রয়োজনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।  

এ দিকে ধর্মঘটের কারণে যাত্রীরা অটোরিকশায় গন্তব্যে পৌঁছালেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

গত ২৬ নভেম্বর নাটোরে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভায় ১০ দফা দাবিতে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।  

সড়ক পরিবহন আইন সংশোধন, সড়ক মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমন, ভটভটি, সিএনজি-ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধসহ ১০ দফা দাবি তাদের।
news24bd.tv/ইস্রাফিল