৭৭ ডলার আবর্জনা বিল বকেয়া, বৃদ্ধা গ্রেপ্তার

সংগৃহীত ছবি

৭৭ ডলার আবর্জনা বিল বকেয়া, বৃদ্ধা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

আবর্জনা বিল পরিশোধ না করায় যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের ভ্যালি শহরে ৮২ বছর বয়সী মার্থা লুইস মেনফিল্ড নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাত্র ৭৭  দশমিক ৮০ সেন্ট ডলার বকেয়া থাকায় গত ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির।

ওই বৃদ্ধা বলেন, ‘মাত্র ৭৭ ডলার আবর্জনা বিল বকেয়া হওয়ায় আমাকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করা হয়।

এ সময় আমি বিভ্রান্ত হয়ে পড়ি। ’

গ্রেপ্তারের পর সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে এক পোস্টে আলবামা রাজ্যের ভ্যালি শহরের পুলিশ জানায়, বিল পরিশোধের জন্য তাকে বার বার নোটিশ পাঠানো হয়েছিল। এরপরেও তিনি তিন মাসের বিল পরিশোধ করেননি। ওই বৃদ্ধাকে সম্মানের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল।

এক বিবৃতিতে ভ্যালি পুলিশের প্রধান মাইক রেইনওল্ডস বলেন, ‘দায়িত্ব পালনের সময় আমাদের অফিসাররা মার্থা লুইসের সঙ্গে সম্মানের সাথে আচরণ করেছিল। পরে বন্ডে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ’

বিষয়টি সোশ্যাল প্লাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ার পরই নেটিজেনরা ভ্যালি পুলিশের সমালোচনা করছে।  

ভ্যালি পুলিশের পোস্টের কমেন্টে ডোনাল্ড ওয়াটকিনস নামে এক নেটিজেন লেখেন, ‘৮২ বছর বয়সী আলাবামার বাসিন্দাকে গ্রেপ্তারে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রত্যেককে  জবাবদিহি করতে হবে। ’

মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্থা লুইস জানান, ২৫ নভেম্বর দুজন পুলিশ সদস্য তার বাড়িতে পৌঁছান। তিনি দরজা খুলে হাসি মুখে তাদের স্বাগত জানান।

মার্থা লুইস বলেন, ‘আবর্জনা বিল পরিশোধ না করায় আমাকে গ্রেপ্তার করতে এসেছে তারা এমনটা বলার পর আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কি আমার সঙ্গে মজা করছেন? আমি বিরক্ত ছিলাম, কারণ আমি জানতাম না কেন তারা এসে আমাকে গ্রেপ্তার করবে। ’

‘যখন একজন অফিসার আমার এক হাতে হাতকড়া পরাল তখন আমার কানে কানে আরেক পুলিশ অফিসার বললেন, কাঁদবেন না। তখন আমি তাদের বলেছিলাম, যদি তোমাদের দাদিকে কেউ গ্রেপ্তার করতে আসে সে কি করবে,’ যোগ করেন তিনি।

গ্রেপ্তারের পর ভ্যালি পুলিশের হেড অফিসে নিয়ে যাওয়া হয় মার্থা লুইসকে। পরে বন্ডে স্বাক্ষর করার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

সিবিএস নিউজকে সাক্ষাৎকারে ৮২ বছরের এই বৃদ্ধা বলেন, ‘পুলিশ স্টেশনে আমার মনে হচ্ছিল, আমি ছোট খাঁচার মধ্যে বন্দি। আমি তাদের বলেছিলাম, তোমরা কি আমাকে খাঁচায় ঢুকাবে? তোমাদের লজ্জা থাকা উচিত। ’

news24bd.tv/মামুন