বাংলাদেশের ‘প্লাস পয়েন্ট’ মিরপুরের উইকেট: লিটন

বাংলাদেশের ‘প্লাস পয়েন্ট’ মিরপুরের উইকেট: লিটন

অনলাইন ডেস্ক

মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বোঝা বড়ই দুর্বোধ্য। যারা এ মাঠে নিয়মিত খেলে থাকেন, তারাও বোঝেন না উইকেট কখন, কেমন আচরণ করবে। ভারতের বিপক্ষে আগামীকাল রোববার এই মাঠেই তিন ওয়ানডের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তামিম ইনজুরিতে থাকায় এ সিরিজে দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস।

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামার আগে লিটন সংবাদ সম্মেলনে এসে জানালেন, বাংলাদেশে প্লাস পয়েন্ট সেই দুর্বোধ্য মিরপুরের উইকেটই!

পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। লিটন মেনে নিয়েছেন, এই সিরিজে ভারতই ফেবারিট। তবে খেলাটা ঘরের মাঠে বলেই ভারতকে হারাতে চান। লিটন আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘খেলা ঘরের মাঠের কন্ডিশন, দর্শক সব সময় আমাদের পক্ষে থাকবে।

’ পরে ‘প্লাস পয়েন্ট’-এর কথা উল্লেখ করে তিনি যোগ করেন, ‘জানি না মিরপুরের উইকেট কেমন আচরণ করবে। তবে তারা এই উইকেট সম্পর্কে খুব একটা জানে না। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। ’

বাংলাদেশ-ভারতের প্রতিটি ম্যাচ এখন বেশ উত্তেজনা ছড়ায়। জাগায় রোমাঞ্চ। অধিনায়ক লিটনের কাছে দুই দলের দ্বৈরথ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘আমরা সিরিজটা নিয়ে অনেক রোমাঞ্চিত। ভারত ভালো দল। তাদের খ্যাতি এবং সামর্থ্য সবই আছে। আমরা ইদানিং তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। তারাও আর আমাদের আন্ডারডগ ভাবে না। এটাই বড় ব্যাপার। ’

সিরিজে কারা এগিয়ে আছে এ প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘ভারত সব সময় ভালো দল। আমরা ওয়ানডে খেলেছি ৭ মাস আগে। অনেক দিন পেরিয়ে গেছে। ভারত অবশ্যই এগিয়ে থাকবে। ওরা মাত্র নিউজিল্যান্ডে খেলে এসেছে। এটাও মানতে হবে, ঘরের মাঠে আমরাও অনেক ভালো দল। এই সংস্করণ এমন, ঘরে খেললে অনেক ভালো খেলি। ’

news24bd.tv/সাব্বির