কোয়াবের ৩৩পদে সম্মিলিত পরিষদের বিজয়

সংগৃহীত ছবি

কোয়াবের ৩৩পদে সম্মিলিত পরিষদের বিজয়

নিজস্ব প্রতিবেদক

ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -কোয়াব এর দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২২-২৪ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের ৩৩টি পদের মধ্যে ৩৩টিতে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সম্মিলিত পরিষদ।

নির্বাচিত ৩৩ জন সদস্য আগামীকাল (রোববার) কোয়াবের পূর্ণাঙ্গ কমিটির শীর্ষ পদে প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচন করবেন। এদিকে প্রায় স্থবির হয়ে থাকা কোয়াবকে সচল করার প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন বিজয়ী প্রার্থীরা।

মামলাসহ নানা প্রতিবন্ধকতায় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কোয়াব এর নির্বাচন হয়নি দীর্ঘ ১৬ বছর।

সব বাধা পেরিয়ে শনিবার সকাল দশটায় রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে ৩৩টি সদস্য পদে ভোট গ্রহণ শুরু হয়।

এবার দুটি প্যানেলে মোট ৪৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এরমধ্যে ‘সম্মিলিত পরিষদ’ থেকে ৩৩ জন ও মুক্তধারা পরিষদ থেকে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে কোয়াব সদস্যদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে ক্লাব প্রাঙ্গণে।

আজকের নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন বাণিজ্য মন্ত্রণালয় এর উপ-সচিব খন্দকার নুর হক। কঠোর পর্যবেক্ষণে মধ্যে ভোট গণনা শেষে সম্মিলিত পরিষদ এর নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের এর নাম ঘোষণা করেন তিনি।

কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ বলেন, নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিকে প্রায় স্থবির হয়ে থাকা কোয়াবকে সচল করার প্রতিশ্রুতি করেন নির্বাচন বিজয়ী প্রার্থীরা। নির্বাচিত ৩৩ জন সদস্য সোমবার কোয়াবের পূর্ণাঙ্গ কমিটির শীর্ষ পদে প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচন করবেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক