রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার বিকাল ৩টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে মিটিং শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এরপর থেকে বাস-ট্রাকসহ সব ধরণের পরিবহন  চলাচল শুরু হয়।

পরিবহন নেতারা জানান, রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে মিটিংএ তাদের ১০ দফা দাবির মধ্যে বেশ কয়েকটি দাবি মেনে নেওয়া আশ্বাস দেওয়া হয়েছে।

বিভাগীয় কমিশনারের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে রাজশাহী বিভাগে শুরু হয় পরিবহন ধর্মঘট। মহাসড়কে নছিমন, করিমন, ভটভটির মতো অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

কিন্তু বেধে দেওয়া সময়ের মধ্যে তাদের দাবি পূরণ হয়নি বলে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়।

এ ধর্মঘটের আওতায় বন্ধ ছিলো সব যাত্রী ও পণ্যবাহী পরিবহন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক