সতর্ক আর্জেন্টিনা: স্কালোনি

সংগৃহীত ছবি

সতর্ক আর্জেন্টিনা: স্কালোনি

অনলাইন ডেস্ক

গ্রুপ পর্বের আমেজ শেষে এবার বিশ্বকাপে নকআউটের রোমাঞ্চ। হেরে যাওয়া মানে চোখের জলে বিদায়। দ্বিতীয় সুযোগটি নেই। শনিবার থেকেই শুরু শেষ ষোলো মানে নকআউটের লড়াই।

আর প্রথম দিনেই মাঠে নামবে ফেভারিটদের ফেভারিট আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

স্বাভাবিকভাবেই এ খেলায় জিততে মরিয়া আলবিসেলেস্তেরা। এজন্য শেষ পর্যন্ত ঘাম ঝরাবেন লিওনেল মেসিরা।

তাদের কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে এ দৃঢ় প্রত্যয় ফুটে উঠেছে। প্রভাবশালী ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

আর্জেন্টাইন কোচ বলেন, এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচে জয়ের জন্য শেষ পর্যন্ত ঘাম ঝরাব আমরা। ইতোমধ্যে শিষ্যদের কাছে এ বার্তা পাঠিয়ে দিয়েছেন তিনি।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ২০২২ আসরে প্রতিপক্ষের বিপক্ষে আমরা ব্যাপক সমস্যার মুখোমুখি হবো। এ কথা জেনেই চলমান বৈশ্বিক টুর্নামেন্টে প্রতিযোগিতা করতে যাচ্ছি আমরা। কারণ, শেষ পর্যন্ত এটি ফুটবল। এখানে যেকোনো কিছু ঘটতে পারে।

আরও পড়ুন : সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

সঙ্গত কারণে অস্ট্রেলিয়াকে সমীহের চোখে দেখছেন তিনি। আলবিসেলেস্তে কোচ বলেন, এ ম্যাচে নিজেদের ফেভারিট মানতে নারাজ আমি। কারণ, ভালো খেলেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে অস্ট্রেলিয়া। তারা ভালো দল। সকারুরা যেকোনো সময় ত্রাস ছড়াতে পারে। এটাই সত্য।  

তিনি বলেন, বিগত কয়েক ম্যাচে আমরা যেভাবে খেলেছি, এ ম্যাচেও সেভাবে খেলার চেষ্টা করব। অস্ট্রেলিয়ার উইং, মিডফিল্ড, অ্যাটাকে ভালো খেলোয়াড় আছে। তারা ম্যাচ বের করে আনতে সক্ষম। সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। শনিবার দিবাগত রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

news24bd.tv/আলী