যে একাদশ নিয়ে প্রথম নকআউটে নেমেছে নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র

যে একাদশ নিয়ে প্রথম নকআউটে নেমেছে নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের নকআউট পর্ব। শেষ ষোলর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে নকআউট পর্বের এই ম্যাচে পরীক্ষিতদের নিয়েই মাঠে নামছে দল দুটি। ইনজুরি শঙ্কা কাটিয়ে যুক্তরাষ্ট্রের শুরুর একাদশে আছেন ক্রিস্টিয়ান পুলিসিক।

নেদারল্যান্ডসের হয়ে শুরু থেকেই মাঠে থাকবেন মেম্ফিস ডিপাই।

বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডসের শুরুর একাদশে ছিলেন না ফরোয়ার্ড ডিপাই। তবে শেষ ম্যাচে শুরুর একাদশে ফেরেন তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও তাকে শুরুতেই নামাচ্ছেন ডাচ কোচ লুই ফন গাল।

খেলার ধরন নিয়ে সমালোচনা হলেও, এ ম্যাচেও প্রথাগত ৩-৪-১-২ ছকে দলকে খেলাবেন ফন গাল।  

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের জালে বল পাঠানোর সময় দলটির গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে চোট পান পুলিসিক। ৩৮ মিনিটেই তাকে মাঠ ছেড়ে উঠতে হয়। ডাচদের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা থাকলেও কোচ গ্রেজ বেরহেল্টার তাকেই বানিয়েছেন আক্রমণভাগের প্রধান অস্ত্র। যুক্তরাষ্ট্র আজ খেলবে ৪-৩-৩ ছকে।  

এক নজরে দুই দলের একাদশ

নেদারল্যান্ডস (৩-৪-১-২): আন্দ্রেয়াস নপার্ট; জুরিয়েন টিম্বার, ভার্জিল ফন ডাইক, নাথান আকে; ডেনজেল ডামফ্রিস, মার্টেন ডে রুন, ফেঙ্কি ডি ইয়ং, ডেলে ব্লিন্ড; ড্যাভি ক্লাসেন; কোডি গাকপো, মেম্ফিস ডিপাই।  

যুক্তরাষ্ট্র (৪-৩-৩): ম্যাট টার্নার; আন্তোনি রবিনসন, টিম রিম, ওয়ালকার জিমারম্যান, সের্জিনিও দেস্ত; ওয়েস্টন ম্যাককেনি, টেইলর অ্যাডামস, ইউনুস মুসা; ক্রিস্টিয়ান পুলিসিক, টিমোটি ওয়েহ, জেসুস ফেরেইরা।

news24bd.tv/সাব্বির