গাজীপুরের শ্রীপুর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের আটটার সিগনালে এ ঘটনা ঘটে। তবে, যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার পর স্টেশনের আউটার সিগনালের পাশে রেললাইনে ওই যুবকের পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জারিনা রাফা জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে দুজন যুবক।
শ্রীপুর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার সাইদুর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে কেউ মারা গেছে সে সম্পর্কে তিনি অবগত নন। খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান তিনি।
news24bd.tv/FA