'স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক পতাকাতলে সমবেত হচ্ছেন'

'স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক পতাকাতলে সমবেত হচ্ছেন'

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের সুযোগ্য নেতৃত্বে দেশের সকল জুয়েলারি ব্যবসায়ী এক পতাকা তলে সমবেত হচ্ছেন। বাজুসের সদস্য সংখ্যা ১২ হাজার থেকে বর্তমানে ৪০ হাজারে উন্নীত হয়েছে। তার নেতৃত্বে জুয়েলারি ব্যবসায়ীরা আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। বাংলাদেশে তৈরি স্বর্ণালংকারের গুণগত মান উন্নয়ন নিশ্চিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সিটি গার্ডেন-২-এ অনুষ্ঠিত বাজুসের এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় নতুন সদস্যদের বরণসহ নতুন করে সদস্য অন্তর্ভুক্ত করা হয়।

বাজুস ময়মনসিংহের ভালুকা শাখার সভাপতি শ্রী নিরঞ্জন বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য, ময়মনসিংহ জেলা বাজুসের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহের বিভাগীয় প্রতিনিধি চন্দন কুমার ঘোষ, ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল আমিন লিটন, বাজুস ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি সীতানাথ কর্মকার, বাজুস ময়মনসিংহ জেলা শাখার সদস্য বলাই দত্ত, গোপাল দাস প্রমুখ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক