কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস

সংগৃহীত ছবি

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের গতরাতে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর আগে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেদারল্যান্ডস। আগামী ১০ ডিসেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।  

আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার শেষ ষোলোর ম্যাচে ৩-১ গোলে জিতেছেন ডাচরা।

ম্যাচজুড়ে আলো ছড়িয়েছেন ডেনজেল ডামফ্রিস। নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন। ম্যাচের ১০ মিনিটেই ডাচদের লিড এনে দেন মেমফিস ডিপে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দালে ব্লাইন্ড দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
৮১ মিনিটে তৃতীয় গোলটি করেন ডেনজেল ডামফ্রিস।

এদিকে রাতের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে গোল দুটির একটি করেন লিওনেল মেসি। অন্যটি করেন জুলিয়ান আলভারেজ। এই ম্যাচটি ছিল মেসির হাজারতম ম্যাচ। এমন মাইলফলকের ম্যাচে বিশ্বকাপের নক-আউট পর্বে নিজের প্রথম গোলের দেখা পেলেন তিনি।  

news24bd.tv/ইস্রাফিল