ইনস্টাগ্রামে পেলে জানালেন, তিনি শক্ত আছেন

সংগৃহীত ছবি

ইনস্টাগ্রামে পেলে জানালেন, তিনি শক্ত আছেন

ফুটবল কিংবদন্তী পেলে লড়ছেন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে। গতকাল কেমোথেরাপিতে শরীর সাড়া না দেওয়ায় তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে ‌‘না ফেরার দেশে চলে গেছেন পেলে’। তবে সব গুঞ্জনকে মিথ্য প্রমাণিত করে নিজর ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে দিয়েছেন বার্তা।

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় এই কিংবদন্তী ব্রাজিলিয়ান লিখেছেন, ‘বন্ধুরা আমি সবাইকে শান্ত ও ইতিবাচক রাখতে চাই। প্রচুর আশা নিয়ে নিজেকে বেশ শক্ত রেখেছি আমি এবং যথারীতি চিকিৎসা মেনে চলছি। যে পরিমাণ যত্ন আমি পেয়েছি তাতে পুরো মেডিক্যাল ও নার্সিং দলকে ধন্যবাদ জানাতে চাই। ’

‘ঈশ্বরের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে এবং সারাবিশ্ব থেকে পাওয়া ভালোবাসার প্রতিটি বার্তা আমাকে উজ্জীবিত রাখে।

 বিশ্বকাপে ব্রাজিলকে দেখাটাও!’

এর আগে বুধবার ৮২ বছর বয়সী পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, পেলের শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

news24bd.tv/আজিজ/ইস্রাফিল