‘লাখো কণ্ঠে’ বিদ্রোহী কবিতা

প্রতীকী ছবি

‘লাখো কণ্ঠে’ বিদ্রোহী কবিতা

সাইফুল ইসলাম প্রিন্স

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে গাইবান্ধায় লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা পাঠের উৎসব শেষ হয়েছে। এ উপলক্ষে সকাল থেকে র্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নেয়া হয়।  

উজ্জীবিত হোক তারুণ্যের শক্তি নজরুলের আদর্শে- এ শ্লোগানকে সামনে রেখে লাখো কণ্ঠে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি আয়োজন করে গাইবান্ধার বাদিয়াখালীর নজরুল চর্চা কেন্দ্র।  

আলোচনাসভায় সভাপতিত্ব করেন, নজরুল চর্চা কেন্দ্রে গাইবান্ধার সভাপতি ( অব.) কর্নেল মঈনুল হক।

প্রধান অতিথি ছিলেন জাতীয় কবির নাতনী ও নজরুল ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী। মূল আলোচনা করেন নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন।  

এমন আয়োজনে  প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। গত বছর ২৫ ডিসেম্বর শুরু হয়  বছরব্যাপী এ কার্যক্রম।

news24bd.tv/আজিজ