সাকিবের জোড়া আঘাতে ফিরলেন রোহিত-কোহলি

ফাইল ছবি

সাকিবের জোড়া আঘাতে ফিরলেন রোহিত-কোহলি

অনলাইন ডেস্ক

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিজের দ্বিতীয় ওভারে প্রথম আঘাত করলেন মিরাজ। এর পর সাকিবের জোড়া আঘাত। ২৭ রান করে সাকিবের বলে আউট হন রোহিত এর পরের বলেই আবারও আঘাত। ৯ রান করে ফিরলেন কোহলি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫০ রানে ব্যাট করছে ভারত।  

এরআগে প্রথম ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। অর্থাৎ বাংলাদেশ প্রথমে বোলিং করবে।

এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে লিটন যুগে নাম লেখাচ্ছে স্বাগতিক দল।

নিয়মিত অধিয়ানয়ক ইনজুরিতে ছিটকে যাওয়ায় এই সিরিজে নেতৃত্বের ভার লিটনের কাঁধে। ভারতের মতো দলের বিপক্ষে নেতৃত্ব, বিরাট কোহলি-রোহিত শর্মাদের বিপক্ষে নেতৃত্ব দেওয়া নিশ্চয় বড় কিছু, দারুণ কিছু। লিটনের চোখও জয়ের দিকেই। ভারত বলে বিষয়টি এড়িয়ে যেতে চাননি লিটন বাঁ নিজেদের আন্ডারডগ বলেও মন্তব্য করেননি। ঘরের মাঠে জয়ের নেশায় বিভোর লিটন জানিয়ে দৃঢ় প্রত্যয়ের কথা।  

এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৩৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৩০টিতেই হারতে হয়েছে। পাঁচ জয়ের সঙ্গে একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

বাংলাদেশের একাদশ : লিটন দাস (অধিনায়ক), আনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন।

news24bd.tv/কামরুল