‘শ্রমিকদের মজুরি বাড়ালে রপ্তানিতে প্রভাব পড়তে পারে’

‘শ্রমিকদের মজুরি বাড়ালে রপ্তানিতে প্রভাব পড়তে পারে’

নিজস্ব প্রতিবেদক

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ালে রপ্তানিতে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিশ্ব বাজারে টিকে থাকতে হলে এ পদক্ষেপ নেয়ার আগে আলোচনা প্রয়োজন।

রোববার (৪ ডিসেম্বর) জাতীয় বস্ত্র দিবস ২০২২ উদযাপন উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তৈরি পোশাক শিল্পকে বিশ্ব বাজারে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়। সেক্ষেত্রে মজুরি বাড়ালে রপ্তানিতে প্রভাব পড়তে পারে।

তাই তৈরি পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিটি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

পাটের ব্যাগ ব্যবহার প্রসঙ্গে মন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধে, কম মূল্যে খাদ্য আমদানির লক্ষ্য বাস্তবায়নের কারণেই সার্বিকভাবে দেশে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। তিনি জানান, বস্ত্র খাতের উন্নয়ন ও রফতানি বৃদ্ধিতে ভূমিকা রাখায় এবার ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হচ্ছে।

news24bd.tv/FA