র‌্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠনের পাঁচ সদস্য গ্রেপ্তার

সংগৃহীত ছবি

র‌্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠনের পাঁচ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের নারায়ণগঞ্জ ও গুলিস্তান থেকে গ্রেপ্তার করা হয়। রোববার (৪ ডিসেম্বর) রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।

নতুন এই জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তার হওয়া ওই ৫ জঙ্গির নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, তাদের গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রাজধানীর গুলিস্তানে পৃথক অভিযান চালিয়ে।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে সোমবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  

news24bd.tv/হারুন