সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ২

সংগৃহীত ছবি

সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ২

অনলাইন ডেস্ক

অর্থনৈতিক পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতির জেরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুইদাতে গভর্নরের অফিসে হামলা চালিয়েছেন শত শত বিক্ষোভকারী। এ সময় সেখানে গুলি বিনিময়ে অন্তত দুইজন নিহত হয়েছেন।

রোববার দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ সুইদা শহরের কেন্দ্রে গভর্নর অফিসের ভবনটির চারপাশে দুই শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের আহ্বান জানিয়ে স্লোগান দেন তারা।

পরে ওই অফিসে হামলা চালিয়ে ভবনের একাংশে আগুন ধরিয়ে দেন তারা।

নিত্য-প্রয়োজনীয় পণ্য-সামগ্রীর অসহনীয় দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করায় তারা এই বিক্ষোভ করছেন বলে জানিয়েছেন।  

news24bd.tv/আজিজ

এই রকম আরও টপিক