দিনাজপুরের খানসামা উপজেলায় মুক্তিপণের দাবিতে অপহরণের ৫৬ ঘণ্টা পর মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে খানসামা উপজেলার পাকেরহাট মহাসড়ক সংলগ্ন জিকরুলের মিলের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, অপহরণের ঘটনাটি ঘটে ২ ডিসেম্বর শুক্রবার বিকেলে।
রোববার (০৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে খানসামা উপজেলার পাকেরহাটস্থ মহাসড়ক সংলগ্ন জিকরুলের মিলের পার্শ্বে নীলফামারী সদর থানার পুলিশের সাবেক গাড়ি চালক আব্দুস সালামের বাড়ির আঙ্গিনা খুঁড়ে বস্তাবন্দী হাত-পা বাঁধা অবস্থায় আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
news24bd.tv/হারুন