রাশিয়ায় একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার পশ্চিম সাইবেরিয়ার নিজনেভার্তোভস্ক শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আরটির।
দেশটির সংকটকালীন মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভ গণমাধ্যমকে বলেন, গ্যাস ট্যাঙ্কের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মাসে রাশিয়ার সাখালিন দ্বীপের একটি পাঁচতলা আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়।
news24bd.tv/আজিজ