নরসিংদীর রায়পুরায় একটি কলাবাগান থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সোয়া ৩টার দিকে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলাবাগানে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের একটি কলা বাগানে ২টি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, নরসিংদী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।